আলিপুরদুয়ার, ৫ নভেম্বরঃ বক্সার বাঘবনে শীঘ্রই ছাড়া হবে বাঘ।বাঘ ছাড়ার বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।আগামী কয়েকদিনের মধ্যেই বক্সা জঙ্গলে আসছে বিশেষজ্ঞ দল।শনিবার রাজাভাতখাওয়ায় সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাসগুপ্ত।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাসগুপ্ত বলেন, বক্সায় বাঘের সংখ্যা যথেষ্ট কমে গিয়েছে।এরজন্য গত দু-তিন বছর ধরে ‘টাইগার অগমেন্টেশন’ নামে একটি প্রকল্প শুরু করা হয়েছে।যা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।এরজন্য গ্লোবাল টাইগার ফোরাম, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির আধিকারিক এবং বিশেষজ্ঞরা আসবেন।বাঘেদের জন্য কোন এলাকা ঠিক।কি কি পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন সেসব পরামর্শ নেওয়া হবে।বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে কবে বক্সা জঙ্গলে বাঘ ছাড়া যাবে।এছাড়া বাঘ ছাড়ার পূর্বে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে স্থিত ভুটিয়া বনবস্তি, গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করা হবে।
পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য বন দফতরে প্রায় ১,৩৫০ জন কর্মী নিয়োগ হতে চলছে এই বিষয়ে রাজ্য সরকার ক্যাবিনেটে সীলমোহর দিয়েছে।এই কর্মী নিয়োগের পর বন দফতরে যে কর্মী সংকট ছিল তার সমাধান হবে।