শিলিগুড়ি,১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ শিশু।এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্প অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়িতে অপরিষ্কার-অপরিচ্ছন্নতার মধ্যেই তৈরি করা হয় বাচ্চাদের খাবার।সেই খাবার খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ।
এছাড়াও স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়িতে শিশুদের পড়াশোনা প্রশিক্ষণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা মেলে না দিদিমণির।নিজের সহকর্মীকে দিয়েই দিনের পর দিন শিশুদের ছড়া, কবিতা, প্রশিক্ষণ চালাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার অঙ্গনওয়াডি কেন্দ্রে স্থানীয়রা ক্ষোভ উগড়ে দেয় এবং সঠিক পরিষেবা দেওয়ার আর্জি জানান।
স্থানীয়রা জানান, অধিকাংশ সময়েই খাবারের গুণগতমান যাচাই করা ছাড়াই বাচ্চাদের দেওয়া হয় খাবার।সঠিক পুষ্টিগুণসম্পন্ন খাবার দেওয়া হয় না শিশুদের।এছাড়াও সঠিকভাবে পড়াশোনার প্রশিক্ষণও দেওয়া হয় না এখানে।
ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহকর্মী ময়না দেবনাথ জানান, আমি রান্নাও করি এবং বাচ্চাদের পড়াশোনাও করাই।মাঝেমধ্যেই পোকা ধরা চাল এখানে এসে পৌঁছায় আবার কখনো থাকতে থাকতেই পোকা ধরে যায় চালে।তবে পরিষ্কার পরিচ্ছন্নতা করেই রান্না করা হয়।
অন্যদিকে এ বিষয়ে দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।