ফাঁসিদেওয়া, ২২ জানুয়ারিঃ ফাঁসিদেওয়ায় এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ কাশিমোউদ্দিন।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার বাসিন্দা মহম্মদ কাসিমকে অপহরণ করে দুষ্কৃতিরা।ঘটনার পর অপহৃত ব্যক্তির স্ত্রী ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।গতকাল গভীর রাতে চোপড়া ব্লকের মদনভিটা গ্রাম থেকে মহম্মদ কাশিমোউদ্দিনকে আটক করে পুলিশ।জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কয়েকজন যুবককে নিয়ে সে মহম্মদ কাসিমকে অপহরণ করেছে।এরপর তড়িঘড়ি অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।