শিলিগুড়ি, ২ নভেম্বরঃ যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা।ফোন পেয়েই এলাকায় পৌঁছে অভিযুক্তকে ধরল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশের উইনার্স বাহিনী।
জানা গিয়েছে, এক যুবতীকে শ্লীলতাহানীর চেষ্টা করছিল ৫৫ বছরের এক ব্যক্তি।ব্যক্তিকে ধরে শিলিগুড়ি থানার পুলিশের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উইনার্স বাহিনী।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মহাবীরস্থান এলাকায়।
স্থানীয়রা জানান, যুবতী কাজ থেকে বাড়ি ফেরার সময় এক ব্যক্তি তার পিছু নেয় এবং অশালীন আচরণ করতে থাকে।বাবুপাড়া মোড় অবধি আসার পর বিরক্ত হয়ে ব্যক্তিকে চড় মারে যুবতী।ঘটনার পর স্থানীয়রা ছুটে আসে এবং খবর দেওয়া হয় পুলিশের উইনার্স বাহিনীকে।খবর পেয়ে উইনার্স বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।এরপর অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়।