রাজগঞ্জ ১৪ নভেম্বরঃ মেয়ের নামে আসেনি এনুমারেশন ফর্ম। গভীর চিন্তায় ছিলেন বাবা। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছ থেকে সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির ঘটনা।এসআইআর আবহে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আমবাড়ির কামারভিটা বুথের ভুবন চন্দ্র রায়ের মেয়ে শিবানী রায়ের ( ৩১) অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশকয়েক বছর আগে। তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন তিনি। ভুবন চন্দ্র রায় এবং তার স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও মেয়ের নামে ফর্ম আসেনি। এই নিয়ে কয়েকদিন থেকে চিন্তায় ছিলেন ভুবনবাবু। এরপরই ঘটে যায় ওই ঘটনা। পরিবারের দাবি, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হয়েছেন ভুবন বাবু।
খবর পেয়ে আজ পরিবারটির সঙ্গে দেখা করতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘শুধু এই ঘটনা নয়, জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছে।পরিবারটিকে আশ্বস্ত করলাম।তাদের মেয়ের নাম ভোটার তালিকায় উঠবে বলে জানান তিনি।
