চোপড়া, ২১ জুলাইঃ চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের লছুগছ এলাকার একটি চা বাগানে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মৃতের নাম শিলাস মুন্ডা(৫৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলাস মুন্ডা গতকাল থেকে নিখোঁজ ছিল।বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে চোপড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করে।
এরপর বুধবার সকালে স্থানীয় এক চা বাগানে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান চা বাগানের শ্রমিকরা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।