রাজগঞ্জ, ৬ আগষ্টঃ রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের দিলুগজ গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃত ব্যক্তির নাম ওয়াসিম আকরাম।
জানা গিয়েছে, পরিবারের সকলে মাঠে ধানের জমিতে কাজ করতে গিয়েছিল।সেইসময় বাড়িতে ওয়াসিম একাই ছিলেন।সেই সুযোগে আত্মঘাতী হন ব্যক্তি।তবে ঠিক কি কারণে এমন ঘটনা তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে রাজগঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।