আলিপুরদুয়ার, ২৫ ডিসেম্বরঃ আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তবর্তী ভলকা চড়াই মহল এলাকায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, বুধবার সকালে একটি বাড়ির পাশে পচা গন্ধ পান স্থানীয়রা।এরপর সেখানে গিয়ে দেখতে পান এক ব্যক্তির পচা গলা দেহ।এরপরই ঘটনার খবর দেওয়া হয় বারবিশা ফাঁড়িত।
পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে বারোবিশা ফাঁড়ির পুলিশ।