ইটাহার,১২ মেঃ ব্যাপক ঝড় ও শিলা বৃষ্টির জেরে বিধ্বস্ত ইটাহার ব্লকের বিভিন্ন এলাকা।ঝড়-বৃষ্টির জেরে এলাকার ফসল ব্যপক ক্ষতির মুখে।পাশাপাশি ঝড়ে প্রচুর মানুষের ঘরবাড়ি ভেঙ্গে গিয়েছে।
ইটাহার ব্লকের মারনাই, জয়হাট, ছয়ঘোরা অঞ্চলে ব্যপকভাবে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এলাকার কৃষকরা জানান, শিলা বৃষ্টির কারণে জমিতে থাকা পাকা ধান ঝড়ে পড়েছে, পাট গাছের আগা সহ ভূট্টা গাছের আগা ভেঙে গিয়েছে।যার ফলে আর ফলন পাওয়া যাবে না। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান ইটাহার বিধানসভার নব নির্বাচিত বিধায়ক মোশারফ হোসেন।
বিধায়ক মোশারফ হোসেন বলেন, ইটাহার ব্লকের বেশ কিছু এলাকায় ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। আমরা এলাকা পরিদর্শনে বেড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বললাম।কৃষকরা যাতে তাদের ক্ষতিপূরণ সরকারি ভাবে পায় তার জন্য আমি উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক ও ব্লক কৃষি আধিকারিককে জানিয়েছি।