শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বাড়ছে উদ্বেগ।দুর্ঘটনা রুখতে এবার সক্রিয় হল ট্রাফিক পুলিশ।বসছে স্পিড ব্রেকার।
শনিবার ইস্টার্ন বাইপাস পরিদর্শনে যান ট্রাফিক এসিপি অনির্বাণ মজুমদার।সঙ্গে ছিলেন পিডব্লিউডি-র আধিকারিক এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।
এদিন পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় ও বানেশ্বর মোড় এই দুই গুরুত্বপূর্ণ এলাকায় শীঘ্রই স্পিড ব্রেকার বসানো হবে।অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ, আর সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুলিশ আধিকারিকরা জানান, সাধারণ মানুষের নিরাপত্তাই তাদের মূল লক্ষ্য।আগামীতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আরও একাধিক উদ্যোগ নেওয়া হবে।
