শিলিগুড়ি, ১৩ জানুয়ারিঃ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিষান কুমার আগরওয়াল অপহরণ মামলায় রহস্য সমাধান করল শিলিগুড়ি কমিশনারেট পুলিশ।এই ঘটনায় বিহারের গোপালগঞ্জ থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।এর পাশাপাশি মুক্তিপণের টাকাও উদ্ধার করেছে পুলিশ।ধৃতদের নাম সুকনার বাসিন্দা রঞ্জিত ঘিমরে (৪৫), অসমের বাসিন্দা রবিন ওঁরাও(২৪), আনোয়ার হুসেন(২৭) এবং বিহারের বাসিন্দা ফেজ আহমেদ(২০)।
শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরারি আর্থব সোমবার একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানান। তিনি বলেন, গত ৭ জানুয়ারি শিলিগুড়ি পাঞ্জাবীপাড়া থেকে অপহৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিষান কুমার আগরওয়ালকে বিহার পুলিশের সাহায্যে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপহরণের পর থেকেই তদন্ত শুরু করে প্রমানের ভিত্তিতে শিলিগুড়ি পুলিশের একটি টিম বিহারের গোপালগঞ্জ থেকে তাকে উদ্ধার করে। অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ৪৭ লক্ষ টাকা, ১০টি মোবাইল ফোন, পিস্তল এবং তাজা কার্তুজ সহ একটি গাড়ি উদ্ধার হয়।
পুলিশ কমিশনার বলেন, বর্তমানে তাদের বিহারের মোতিপুর থানায় রাখা হয়েছে।আইনি কাজ সম্পন্ন করে তাদের শিলিগুড়িতে নিয়ে আসা হবে।