শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে মানুষকে সচেতন করতে ২৩ নম্বর ওয়ার্ডে এলেন বিজেপির দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত।
এদিন সকালে প্রথমে তিনি ডাবগ্রামের সূর্যনগর মাঠে প্রাতঃভ্রমণ করেন, সেইসাথে এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেন। প্রাতঃভ্রমণের পর বিজেপির বিভিন্ন নেতৃত্ব এবং স্থানীয় বাসিন্দাদের সাথে চায়ের আড্ডায় বসেন।সেখানেই তিনি মানুষের মধ্যে সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে যে ভয় বা প্রশ্ন রয়েছে তা দূর করার চেষ্টা করেন।
রাজু বিস্ত জানান, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মানুষের মধ্যে অহেতুক ভয় জাগিয়ে তুলছেন। সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার হয়, নাগরিকত্ব দেওয়ার আইন। সিএএ চালু হলে ২০২১ এ রাজ্য সরকার ক্ষমতায় থাকবে না তাই মানুষের মধ্যে তারা অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেন, এনআরসি কেন্দ্রীয় সরকারের নেওয়া আইন ঠিকই তবে এখনই পশ্চিমবঙ্গে তা চালু হচ্ছে এমন কথা কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়নি। এদিন সাধারণ মানুষদের এনআরসি, সিএএ নিয়ে সচেতন করার পাশাপাশি তাদের অন্যান্য অভাব, অভিযোগের কথাও তিনি শোনেন।