নিউজ ডেস্কঃ দেশজুড়ে কার্যকর হল CAA। লোকসভা নির্বাচনের আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন।
আগামীকাল থেকেই CAA বিধি কার্যকর হবে।এছাড়াও আগামীকাল থেকেই CAA নিয়ে করা যাবে আবেদন।