শিলিগুড়ি,৯ জানুয়ারিঃ নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে বোঝাতে ঘরে ঘরে পৌঁছালেন সাংসদ রাজু বিস্ত।বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় বিভিন্ন বাড়িতে যান সাংসদ রাজু বিস্ত।তার সঙ্গে ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল সহ নেতৃত্বরা।
এদিন মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি নাগরিকত্ব আইন কি তা নিয়ে সাধারণ মানুষদের বোঝান সাংসদ।এছাড়াও নাগরিকত্ব আইন সম্পর্কিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।পথসভার মাধ্যমেও সাধারণ মানুষের সামনে নাগরিকত্ব আইনের বিষয়টি তিনি তুলে ধরেন।
পরবর্তীতে শিলিগুড়ি টাইমসের মুখোমুখি হয়ে সাংসদ বলেন,নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।কিছু রাজনৈতিক দল শুধুমাত্র রাজনীতির জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে।পশ্চিমবঙ্গের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন।যা একদম উচিত নয়।সে কারণে মানুষকে নাগরিকত্ব আইন কি তা জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।আগামীতেও পাহাড় সহ বিভিন্ন জায়গায় লিফলেট পৌঁছানোর পাশাপাশি মানুষের ঘরে ঘরে যাওয়া হবে।