শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ শিলিগুড়িতে শুরু হয়েছে ভূগর্ভস্থ কেবল পরিষেবার কাজ।বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তরফে এই প্রকল্পের কাজ করা হচ্ছে।এই নিয়ে মঙ্গলবার বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা।বিধান মার্কেটে শীঘ্রই শুরু হবে ভূগর্ভস্থ কেবল পরিষেবার কাজ।কোন মানুষের অসুবিধে না করে কিভাবে কাজটি সম্পূর্ণ করা যাবে সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করা হয়।
এদিন মেয়র গৌতম দেব জানান, বিধান মার্কেট ব্যস্ততম জায়গা।সেকারণে রাতে মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় কাজ করা হবে।আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে।কাজ শেষ হলেই শহরের রূপ পাল্টে যাবে বলে জানান তিনি।