মালদা,২১ আগস্টঃ জন্মদিন উপলক্ষ্যে জাতীয় পতাকার আদলে তৈরি হয়েছে কেক।আর তা কেটে প্রশ্নের মুখে মালদার রতুয়ার তৃণমূল নেত্রী শেহনাজ কাদরী।
এদিন কেক কাটতে দেখা যায় জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস, রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন সহ আরো অনেক তৃণমূল নেতাকে।এই ঘটনায় জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে গোটা জেলা জুড়ে।তবে এই বিষয়ে জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, শেখ ইয়াসিন বা শেহনাজ কাদেরী কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিষয়ে তৃণমূল নেতা বাবলা সরকার জানান, এই ধরনের ঘটনা যারাই করেছে খুব অন্যায় করেছে।দলীয় ভাবেও যদি কেউ জাতীয় পতাকার কেক বানিয়ে কেটে থাকেন তা অন্যায়।
অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ এবং বিরোধিতা করেছে বিজেপি। এই বিষয়ে বিজেপি দলের জেলা সহ-সভাপতি অজয় গাঙ্গুলি জানান, জাতীয় পতাকার প্রতিকী নিয়ে এই রকমের কুরুচিকর অনুষ্ঠান কখনই মেনে নেওয়া যায় না।এদের সঙ্গে সঙ্গে জেলে পুরে দেওয়া উচিত।