শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ ফের অবৈধ কল সেন্টারে হানা ভক্তিনগর থানা পুলিশের।গ্রেফতার দুই মহিলা সহ ৪ জন।ধৃতদের নাম সোনাদার বাসিন্দা রাজীব প্রধান, চম্পাসারির বাসিন্দা বিজয় উপাধ্যায়।গ্রেফতার দুই মহিলার নাম রেবিকা পারিয়ার জ্যোতিনগর এলাকার বাসিন্দা এবং সুমন থাপা শালুগাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেবক রোডের একটি বেসরকারি হোটেলের প্রথম তলে ওভি ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি চলছিল।তদন্ত করে পুলিশ জানতে পারে এই কোম্পানির কোনো লাইসেন্স এবং র্যাজিস্ট্রেশন নম্বর নেই।ইন্টারন্যাশনাল কোম্পানির নামে মানুষদের প্রতারনা করা হচ্ছিল।এরপরই পুলিশ সেখানে থাকা কম্পিউটার, সিমকার্ড সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে এবং ৪ অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতার ৪ অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।