শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ শিলিগুড়ি জুড়ে কলসেন্টারের আড়ালে প্রতারণার ঘাঁটি এলাকায় এলাকায়।এবার কিংপিনদের খোঁজে তল্লাশি তেলেঙ্গানা পুলিশের।
রবিবার তেলেঙ্গানা পুলিশের তরফে এম রভিন্দর রেড্ডি বলেন, প্রতারণার মামলায় নেমে এদের ধরা হয়েছে।এছাড়াও কিংপিং সন্তু দাস, মীনাক্ষী দাস(মাম্পি), দেবাশিষ মুখার্জির খোঁজ হচ্ছে।তাদেরও যোগ পাওয়া গিয়েছে।ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে ফের শিলিগুড়িতে এসে লাগাতার অভিযান চালানো হবে।
শনিবার শিলিগুড়ির মাটিগাড়া ও ভক্তিনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে ধরলো তেলেঙ্গানা পুলিশ৷ ধৃতদের নাম অজয় কুমার শাহ, জীতেন্দ্রকুমার পণ্ডিত, বিজয় শাহ, মহম্মদ নুর আলম, বিনোদ শাহ, রাকেশ কুমার ও সজন হালদার।তাদের মধ্যে বিনোদ, বিজয় ও নুরকে রবিবার আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে।বাকিদের নোটিশ দিয়ে হায়দ্রাবাদে ডাকা হয়েছে।
জানা গিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র চালাচ্ছিল সকলে৷একটি অভিযোগ জমা পড়ে তেলেঙ্গানার নির্দিষ্ট একটি সাইবার ক্রাইম থানায়।তদন্তে নেমে শিলিগুড়ি থেকে এক চক্র চলছে বলে জানতে পারে সেখানকার পুলিশ।এরপরই বিশেষ একটি দল শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগীতা নিয়ে ৭ জনকে ধরে।আরও বেশকয়েকজনের নাম এই চক্রগুলিতে রয়েছে।এছাড়াও আশ্রমপাড়া, পাঞ্জাবিপাড়া, প্রধাননগর, মাটিগাড়া সহ আরও বিভিন্ন জায়গায় যেখানে অবৈধ কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের নামে প্রতারণা হচ্ছে তাদেরও একটি নামের তালিকা পুলিশের কাছে রয়েছে।