শিলিগুড়ি, ২৫ মার্চঃ শিলিগুড়িতে ফের অবৈধ কলসেন্টারের অফিসে হানা পুলিশের।এবার দুজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।
বুধবার রাতে শিলিগুড়ির ইসকন মন্দির রোড এলাকার একটি বহুতলে অবৈধ কলসেন্টারের অফিসে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ।সেই অফিস থেকে ২৪টি কম্পিউটার, একটি রেজিস্ট্রার এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়।গ্রেফতার দুজনের নাম প্রসেনজিৎ মান্না এবং বিবেক পিটি।দুজনই কলকাতার বাসিন্দা।দুজনে ‘বিজনেস টু বিজনেস’ এই নামে কোম্পানি চালাচ্ছিলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে এই কোম্পানির আড়ালেই চলত অবৈধ কলসেন্টার।সেখান থেকে যুবতীদের দিয়ে বিভিন্ন জায়গায় ফোন করে প্রতারণার জালে ফাঁসিয়ে টাকা আদায় করে নেওয়া হতো।
পুলিশের জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তরা জানায়, অফিসে ১০ জন কর্মী কাজ করত।কর্মীদের মধ্যে অধিকাংশই মহিলা।ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।দুজনকে ২ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এদের পাশাপাশি এই অবৈধ কলসেন্টারের মূল মাথাদের সন্ধানে ও আরও বেশকয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।