শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ কলসেন্টারের নামে মহিলাদের নিয়ে ব্যবসা করানো হচ্ছে।সেখানে যুক্ত রয়েছেন তৃণমূলের নেতারা। শিলিগুড়িতে এসে মন্তব্য বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জির।যদিও ভিত্তিহীন অভিযোগ বলেই জানালেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। পাল্টা বলেন, রাজু ব্যানার্জি একজন রাজনীতির লোক হয়ে যে ভাষায় কথা বলছেন তা খুবই কুরুচিপুর্ণ। প্রমাণ ছাড়া কোনও মন্তব্য করা উচিত নয় বলেই জানান তিনি।আমরা মনে করিনা এটা রাজনীতির ভাষা।
সম্প্রতি শিলিগুড়ি জুড়ে বেশকিছু জায়গায় অবৈধ কলসেন্টার ও ফ্রেন্ডশিপ ক্লাবের হদিস পাওয়া গিয়েছে। যেখানে অসামাজিক কার্যকালাপের অভিযোগ যেমন উঠেছে তেমন বিদেশী যোগ পাওয়া গিয়েছে। বেশকয়েক জায়গায় পুলিশ হানাও দিয়েছে।এক মহিলা শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রাজু ব্যানার্জি এই মন্তব্য করেন।তৃণমূলের দিকে অভিযোগের পাশাপাশি বলেন, আমরা একটা একটা করে তদন্ত করবো আর এই অবৈধ কাজ বন্ধ করবো।