শিলিগুড়ি, ১৭ আগস্টঃ সম্প্রতি মুক্তি পাওয়া এক হিন্দি ওয়েব সিরিজ নিয়ে প্রতিবাদে নামল শিলিগুড়ির জয়বাংলা সংগঠন।
সংগঠনের অভিযোগ, বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ওই ওয়েব সিরিজে অপরাধীদের তালিকায় দেখানো হয়েছে।ক্ষুদিরাম বসু ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতবর্ষের স্বাধীনতা লাভের যুদ্ধে তার অবদান অনস্বীকার্য। তবে কেন একটি হিন্দি ওয়েব সিরিজে তাকে অপরাধীদের তালিকায় দেখানো হবে এই নিয়েই সরব হয়েছে জয় বাংলা।
ইতিমধ্যেই সম্পূর্ন বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানা ও সাইবার ক্রাইমে তারা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরেও তারা অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে।
সংগঠনের সদস্যদের আক্ষেপ পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে এই বিষয়ে কোনোরকম প্রতিবাদ এখনও দেখা যায়নি। তবে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মান রক্ষার্থে এই ওয়েব সিরিজ বয়কটের ডাকও দেন তারা।