রাজগঞ্জ, ২২ ডিসেম্বরঃ ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই হল বেশ কয়েকটি দোকান।রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ফুলবাড়ি-গজলডোবা ক্যানাল রোডের পারমুন্ডা মোড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ প্রথমে একটি মুরগির মাংসের দোকানে আগুন লাগে।এরপর পাশে থাকা দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ ও ফুলবাড়ি এবং শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন।দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ততক্ষণে ১০টি দোকান পুড়ে যায়।পুড়ে যাওয়া দোকান গুলির মধ্যে মুদিখানা, স্টেশনারি, চায়ের দোকান, বাইকের গ্যারেজ, সোনার দোকান সহ বিভিন্ন দোকান রয়েছে।কি কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তা বলতে পারছেন না কেউ।
এই বিষয়ে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় বলেন, আগুনে বেশকয়েকটি দোকান পুড়ে গিয়েছে।কিভাবে আগুন লেগেছে তা প্রশাসন খতিয়ে দেখবে।গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাধ্যমত সাহায্য করা হবে বলে জানান তিনি।