শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ দীর্ঘদি ন ধরে ক্যান্সারে আক্রান্ত দীপা রায় বর্মনের পাশে দাঁড়ালেন সমাজসেবী শুভ দাস।
জানা গিয়েছে, ক্যান্সারে আক্রান্ত দীপার স্বামী পেশায় গাড়ি চালক।চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ প্রায় শেষ করে ফেলেছেন।এরপর এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে দীপাকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য পাঠানো হলেও সেখানে উপযুক্ত চিকিৎসা না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েন। এই কথা জানতে পেরে এগিয়ে আসেন সমাজসেবী শুভ দাস।
রবিবার তার সংস্থা ‘ইউথ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভক্তিনগর এলাকায় সেই পরিবারের ভাড়া বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।পাশাপাশি শুভ দাস আশ্বাস দেন, মহিলাকে দিল্লির এইমসে পাঠানো হবে ।যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসার সমস্ত খরচ তাদের সংস্থা বহন করবে।এই সহযোগিতায় খুশি ও আশাবাদী দীপা রায় বর্মনের পরিবার।
