শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ ক্যান্সার এমন এক অসুখ যার চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বিস্তর।নারীদের ক্ষেত্রে অনেক সময়েই এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় মাথার কেশে।আর মাথার কেশ নারীর অন্যতম অলঙ্কার।তাই এবার এক নারীর অভাব পূরণে এগিয়ে এল অন্য নারী।
শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিলিগুড়ির ৫ জন নারী আজ কেশ উৎসর্গ করলেন। এছাড়াও স্পিড পোস্টের মাধ্যমেও আরও ৩ জন নারী কেশ উৎসর্গ করে পাঠায় এই স্বেচ্ছাসেবী সংস্থাকে।
জানা গেছে ‘লেডিস সার্কল ইন্ডিয়া’ নামক এক সংস্থার মাধ্যমে এই কেশগুলি দিল্লিতে পাঠানো হবে পরীক্ষার জন্য।