শিলিগুড়ি, ১৯ জুনঃ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জগদীশ সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ডাবগ্রাম তৃণমূল কংগ্রেসের দুই অঞ্চল সভাপতি ভবেশ রায় এবং শঙ্কর রায়।
জানা গিয়েছে, ১৫দিন আগে ক্যান্সার আক্রান্ত হন তিনি।বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সেই খবর পেয়ে রবিবার ডাবগ্রাম তৃণমূল কংগ্রেসের দুই অঞ্চল সভাপতি ভবেশ রায় এবং শঙ্কর রায় সহ দলের অন্যান্য কর্মীরা তার বাড়িতে যান।আর্থিক সাহায্যের পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তারা।