শিলিগুড়ি, ৮ মার্চঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেডারেশন অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া এবং শিলিগুড়ি অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির উদ্যোগে রাজ্য পুলিশ ও পরিবারের মহিলা সদস্যদের জন্য ক্যান্সার সচেতনতা শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনোকলজি ওপিডিতে এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরে প্রধানত জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে মহিলাদের সচেতন করা হয়।
এদিনের কর্মসূচিতে নোডাল অফিসার তথা মেডিক্যাল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত, প্যাথলজি বিভাগের প্রধান বিদ্যুত গোস্বামী, শিলিগুড়ি পুলিস কমিশনারটের এসিপি মৌমিতা কর্মকার, শিলিগুড়ি অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির সম্পাদক ডঃ উদয়ন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এদিন মোট ১৭৩ জন মহিলা পুলিশ কর্মী ও পরিবারের সদস্যদের এই দুটি ক্যান্সারের পরীক্ষা করা হয়।