শিলিগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ মহিলাদের ক্যান্সার সম্মন্ধে সচেতন করতে আজ সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে এক বেসরকারি হাসপাতাল। ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং কিভাবে এই মারণরোগ এড়ানো যায় তা নিয়েই মূলত আলোচনা করা হবে।
ডাক্তারেরা জানান, সাধারণত প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ে গেলে তা সারানো সম্ভব তবে এর লক্ষণ সম্মন্ধে মানুষ অবগত নয় তাই প্রাথমিক অবস্থায় চিকিৎসা সম্ভব হয়ে ওঠেনা। ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর মুখে ক্যান্সার মহিলাদের মধ্যেই লক্ষ করা যায়। আমাদের দেশে বহু মহিলাকেই এই ক্যান্সারে ভুগতে দেখা যায়। তাই তাদের সচেতন করতে আজ বিকেল থেকে শিলিগুড়ি বালাজি হেলথকেয়ারে এই সচেতনতা শিবির করা হচ্ছে। প্রয়োজনে নিঃশুল্ক কিছু পরীক্ষাও করা হবে।