শিলিগুড়ি,১২ মেঃ ক্যানের ভেতর কি? প্রশ্ন উঠতেই আতঙ্ক ছড়ালো শিলিগুড়ির সুভাষপল্লী বাজারে।শুক্রবার দীর্ঘক্ষণ ধরে বাজারের এক কোনায় একটি ক্যান রাখা ছিল।তবে ক্যানটি কার? এই প্রশ্ন উঠতেই আতঙ্ক ছড়ায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর মৌসুমি হাজরা।খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ক্যানের ভেতরে কোন বিষাক্ত ক্যামিক্যাল রয়েছে।ক্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।তবে বাজারে এই ধরনের বিষাক্ত মালিকহীন ক্যামিকেলের ক্যান কিভাবে এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলর মৌসুমী হাজরা।তিনি বাজারের নিরাপত্তা নিয়েও চিন্তা প্রকাশ করেছেন।