শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ আরজি কর আবহে শিলিগুড়িতে দূর্গা পূজার কার্নিভাল নিয়ে বৈঠক করলো শিলিগুড়ি পুরনিগম।
এদিন শিলিগুড়ির বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে এই বৈঠক করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়।
এদিন মেয়র জানান, পুজোর কার্নিভাল নিয়ে বৈঠক হল।যে ক্লাব গুলি অংশগ্রহণ করবেন তাদের সমস্ত তথ্য পাঠানোর কথা বলা হয়েছে।গত দুবছরের মত এবারও যাতে ভালো করে কার্নিভাল করা যায় তা নিয়েই আলোচনা হল।
অন্যদিকে ক্লাবের সদস্যরা জানান, আরজি করের ঘটনা খুবই দুঃখজনক।আমরা প্রত্যেকেই বিচার চাই। অপরদিকে পুজো সকলেরই।পুজো যদি না হয় তাহলে বহু গরিব মানুষ সমস্যায় পড়বেন।তাদের কথা মাথায় রেখে দূর্গা পুজো করছেন বলে জানান।পাশাপাশি তিলোত্তমা যেন বিচার পায় সেই দাবীও জানান পুজো উদ্যোক্তারা।