শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ দীপাবলির আগে আনন্দময়ী কালী বাড়ির মন্দির প্রাঙ্গণে বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের আবক্ষ মূর্তি উন্মোচন হল।এদিন মূর্তি উন্মোচন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের হাত ধরেই শিলিগুড়িতে আনন্দময়ী কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়।এদিন মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী টিকেন্দ্রজিত মুখার্জি।মেয়র গৌতম দেব টিকেন্দ্রজিত মুখার্জিকে সংবর্ধনা জানান।এছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বিষয়ে আনন্দময়ী কালীবাড়ি সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান, বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের মূর্তি প্রতিষ্ঠা করার ইচ্ছে অনেকদিন থেকেই ছিল।অবশেষে আজ তার মূর্তি উন্মোচন করা হল।