আরজি করের ঘটনায় মেলেনি বিচার! ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযান সংগঠনের

শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ আরজি কর ঘটনার কয়েকমাস হয়ে গেলেও এখনও বিচার পাইনি অভয়া।শুক্রবার প্রতীকী তালা নিয়ে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযান করলো দ্যা নাইট ইজ আওয়ার্স এবং সিটিজেন ফর জাস্টিস সংগঠন।


আরজি করের ঘটনার পর থেকে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল।গর্জে উঠেছিলেন দেশের প্রত্যেকটি নাগরিক।বিচারের দাবীতে অনশন আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা।ঘটনার দীর্ঘদিন হয়ে গেলেও এখনও অবধি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই।যার ফলে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল।এদিন ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযানে সামিল হলেন সংগঠনের সদস্যরা।বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে সিবিআই দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান তারা।  

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সার্ভিস সেন্টার ইউনিটের প্রেসিডেন্ট ডঃ শাহরিয়ার আলম জানান, আজ সিবিআই দপ্তর অভিযান করা হল।দীর্ঘদিন হয়ে গেলেও এখনও পর্যন্ত সিবিআই চার্জ শিট পেশ করতে পারেনি।যেকারনে জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল।এই বিরুদ্ধেই আজ এই কর্মসূচি।সাধারণ মানুষকে ফের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।     


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *