CBIEA এবং CBIOU এর যৌথ সম্মেলনের আয়োজন      

শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স ইউনিয়ানের শিলিগুড়ি ও জলপাইগুড়ি শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হল।


জানা গিয়েছে, তাদের মূল সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হলেও কোভিডবিধির কারণে সমস্ত জেলা ভার্চুয়ালী এই সম্মেলনে যোগ দেয়।এদিন শিলিগুড়ির এসএফ রোডের একটি বেসরকারী হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।এই সম্মেলনের মধ্য দিয়ে ব্যাঙ্ক বেসরকারীকরনের বিরোধীতা করা হয়।পাশাপাশি গ্রাহক পরিষেবার সমস্যা নিয়েও বেশকিছু দাবি তুলে ধরা হয়।

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এস এফ রোড শাখার ম্যানেজার শান্তনু চক্রবর্তী, জলপাইগুড়ি কদমতলা শাখার ব্যাঙ্ক ম্যানেজার সৌম্যদীপ দুবে,বিধাননগর শাখার ম্যানেজার ভাশ্বতী নন্দী, সুব্রত রায় সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *