রাজগঞ্জ, ৩১ জুলাইঃ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজরকাড়া ফল ফুলবাড়ির চুনাভাটি এলাকার সালমান আনসারীর।ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতি ছাত্রকে দেওয়া হল সংবর্ধনা।
গত ২২ শে জুলাই প্রকাশিত হয়েছে সিবিএসই এর দ্বাদশ শ্রেণীর ফলাফল।সালমান আনসারী বিজ্ঞান বিভাগে ৯৫.৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করে।আজ ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।এদিন ফুল ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক।
এই বিষয়ে দেবাশীষ প্রামানিক বলেন, সিবিএসই বোর্ডে নজরকাড়া ফল করেছে সালমান আনসারী।সেই আমাদের ফুলবাড়ির গর্ব।দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হল।সে আগামীতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়।তাকে দলীয়ভাবে সবরকমভাবে সাহায্য করা হবে বলে আশ্বাস দেন তিনি।