শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ পুজোর আগে শহরের সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।অপরাধমূলত গতিবিধি রুখতে বাড়ানো হচ্ছে সিসি টিভি ক্যামেরা।শনিবার ভক্তিনগর থানা এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত এলাকার বেশকিছু সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।
জানা গিয়েছে, শহরের সুরক্ষা ব্যবস্থার স্বার্থে প্রায় ৮২টি সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে।এই সমস্ত ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছে ভক্তিনগর থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়িতে।আজ সেই সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার।
এদিন কমিশনার বলেন, পুজোর আগে শহরের সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে ইস্টার্ন বাইপাস এবং সেবক রোডে ৮২টি নতুন সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।এর মাধ্যমে এলাকায় নজরদারি রাখা হবে।