নকশালবাড়ি, ১৬ এপ্রিলঃ নিরাপত্তায় বাড়তি নজর শিলিগুড়ি মহকুমা পরিষদের।নকশালবাড়িতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন দার্জিলিং জেলা পুলিশ সুপার ও মহকুমা পরিষদের সভাধিপতি।রবিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়।
জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি,বিধাননগর, খড়িবাড়ি, বাগডোগরা, ঘোষপুকুর, মাটিগাড়া হাট এলাকায় ৫৬টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।আজ তার উদ্বোধন করা হল।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ জানান, নিরাপত্তার স্বার্থে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে।নকশালবাড়ি বাজার এলাকায় ৮টি ও রাস্তায় ৮টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে ৮ লক্ষ টাকা ব্যয়ে শিলিগুড়ি মহকুমার বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।এই সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষদের সুরক্ষায় কাজে আসবে।
