শিলিগুড়ি,১০ জানুয়ারিঃ আজ এনজেপি স্টেশন থেকে যাত্রা শুরু করছে ইলেকট্রিক ট্রেন।
রেল সূত্রে খবর,ইতিমধ্যেই ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে শিয়ালদহ থেকে এনজেপি এসে পৌঁছেছে দার্জিলিং মেল।পাশাপাশি আজ হাওড়া থেকে ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে এনজেপি অভিমুখে রওনা দেবে শতাব্দী এক্সপ্রেস।আজ ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে এনজেপি থেকে ছাড়বে মালদা টাউন প্যাসেঞ্জার।
প্রসঙ্গত,এর আগে আগামী ১৩ জানুয়ারি জেনারেল ম্যানেজার সঞ্জীব রাওয়ের উপস্থিতিতে এনজেপি থেকে প্রথম ইলেকট্রিক ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল রেলের তরফে।কিন্তু পরবর্তীতে আজ থেকেই ইলেকট্রিক ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুভানন চন্দ।