শিলিগুড়ি,২০ অক্টোবরঃ সিমেন্ট বোঝাই চলন্ত ট্রাকের চাকা খুলে বিপত্তি।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি টোটো।এনজেপি ভিআইপি রোডের ঘটনা।
জানা গিয়েছে, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।ভারী বর্ষণের জেরে আরও বেহাল অবস্থা।বুধবার এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি সিমেন্ট বোঝাই ট্রাক।সেইসময় আচমকা ট্রাকটির একটি চাকা খুলে যায় এবং চাকাটি ট্রাকটির পাশ দিয়ে চলা একটি টোটোকে সজোরে ধাক্কা মারে।যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই।