শিলিগুড়ি,২৭ মেঃ জামাইষষ্ঠী মানেই আম, লিচু বিভিন্ন ফলের সম্ভার।সেইসাথে নতুন জামাকাপড় কেনার ধুম।এমন চিত্রই দেখতে অভ্যস্ত বাঙালি।তবে এবছর সেই চিত্রের সাথে মিলছে না কিছুই।কোভিড-১৯ এর আতঙ্ক মানুষকে একে অপরের থেকে করে দিয়েছে আলাদা।কেউ বা জামাইষষ্ঠীতে যেতে পারছে না বাড়িতে।আবার কাওকে আমন্ত্রন জানানোই হয়নি, আবার কেউ বা রয়েছে শহরের বাইরে।
জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইকে বাড়িতে আনতে চাইলেও অনেকেরই মিলছে না উপায়।সেই প্রভাব পড়েছে বাজারেও।ফলবিক্রেতারা জানান, এবছর বাজার খুবই মন্দা, বেশি পরিমানে ফলও তাই দোকানে তোলা হয়নি, যা আছে তাও বিক্রি হচ্ছেনা।
একই অবস্থা জামাকাপড়ের দোকানেও। তারাও জানান,দোকানে ক্রেতা আসছেন না। সকলেই ভয়ে রয়েছেন। তবে এতকিছুর মাঝেও বাঙালি মেয়ে-জামাইকে ঘরে না আনতে পারলেও মঙ্গল কামনায় ষষ্ঠী পুজো করছেন।সেকারনেই ফলের বাজারে হাতেগোনা কয়েকজনকে চোখে পড়ে।