শিলিগুড়ি,৯ ডিসেম্বর: ফের দার্জিলিংয়ে সমতলের গাড়ি চালকদের ওপর হেনস্থার অভিযোগ পাহাড়ের গাড়ি চালকদের বিরুদ্ধে।
এর আগেও সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে অভিযোগ তুলেছিলেন সমতলের গাড়ি চালকেরা। যদিও পাহাড়ের গাড়ি চালকদের তরফে জানানো হয়েছিল সবকিছু স্বাভাবিক, কোনও সমস্যা নেই। কিন্তু ফের পাহাড়ের গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযোগ আনল সমতলের গাড়ি চালকেরা। অভিযোগ, গত কয়েকদিন ধরে দার্জিলিংয়ে গেলে সমতলের গাড়ি চালকদের হেনস্থা করা হচ্ছে।পর্যটকদের নিয়ে গেলে মাঝপথে বাঁধা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার এই পরিস্থিতির প্রতিবাদে শিলিগুড়ির সমস্ত ট্যাক্সি চালকেরা একজোট হয়ে হাজির হন মহকুমাশাসক দপ্তরে। কিন্তু সেখানে গিয়ে কোনও আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে দপ্তর চত্বরে। ক্ষুব্ধ গাড়ি চালকেরা মহকুমা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে চালকদের বৈঠকের জন্য ডাকা হয়। আলোচনায় মহকুমাশাসক জানান, এই ঘটনার কথা তাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখতে ২৪ ঘণ্টার সময়সীমা চেয়ে নেয় প্রশাসন। আশ্বাস পাওয়ার পর অবস্থান বিক্ষোভ তুলে নেন চালকেরা।
অন্যদিকে চালকদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি সমতলের গাড়ি পাহাড়ে উঠতে না পারে, তাহলে পাহাড়ের গাড়িও সমতলে নামতে দেওয়া হবে না। তাদের দাবি দ্রুত প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করুক।
