শিলিগুড়ি,২০ মেঃ এ যেন সত্যি যুদ্ধক্ষেত্র। শত্রুপক্ষ করোনা। মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধে লড়তে হবে আমাদের। সেই যুদ্ধেক্ষেত্রের ন্যায় শিলিগুড়িতে তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল। থাকবে ডাক্তার, নার্স, অক্সিজেনের ব্যবস্থাও। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হবে হাসপাতালে।
সরকারি হাসপাতালে বেড নেই। নার্সিংহোমের বিলে দিশেহারা মানুষ। এমন অবস্থায় শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের কাছে একটি ভবনে ফিল্ড হাসপাতালটি তৈরি হচ্ছে। পুরো উদ্যোগ শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, লিভার ফাউণ্ডেশন, কোরাম ফর হিউম্যানিটি নামে তিন সংস্থার। প্রাথমিকভাবে সেখানে ২৫ টি অক্সিজেন যুক্ত বেড থাকছে। ডাক্তার, নার্স থাকছে। সেখানে থাকাকালীন কোনো রোগীর অবস্থা সঙ্কটজনক হলে তাঁকে তড়িঘড়ি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হবে। চলতি মাসের শেষের দিকে ফিল্ড হাসপাতালের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে অভিজিৎ মজুমদার জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে এমন ফিল্ড হাসপাতাল থাকে। আমাদের এখানে রোগীদের জন্য সমস্ত ওষুধ, খাবার থাকছে। ডাক্তাররা থাকছে। তবে রোগী কমে গেলেও ৩ মাসের জন্য হাসপাতাল থাকবে। করোনার তৃতীয় ঢেউ যদি আসে সেক্ষেত্রে এমন হাসপাতাল প্রয়োজন।