শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ চুরি যাওয়া একটি মোটর বাইক সহ এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। বাইক চুরির অভিযোগ দায়েরের আট দিন পর বাইকটি উদ্ধার করতে সক্ষম হল পুলিশ।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত ২৮ নভেম্বর রাতে মাটিগাড়ার পরিবহন নগর এলাকায় গারিধুরার বাসিন্দা সঞ্জয় শর্মার মোটরবাইকটি চুরি হয়ে যায়। এরপর সঞ্জয় শর্মা ১ ডিসেম্বর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
এরপর মাটিগাড়া থানার পুলিশ লেনিন কলোনি থেকে তায়াক মহম্মদ নামের এক যুবককে গ্রেফতার করে। তার বাড়ি থেকেই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার তায়াক মহম্মদ মাটিগাড়ার লেনিন কলোনিরই বাসিন্দা। বাইক চুরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে।
