শিলিগুড়ি,১৭ নভেম্বরঃ গভীর রাতে সেনা কর্মীর বাড়ির ভেতরে ঢুকে সোনার অলঙ্কার সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল।রবিবার ঘটনাটি ঘটেছে এনজেপি সংলগ্ন বকরাভিটায়।
সেনাকর্মী মুকেশ কুমার ঝাঁ এদিন রাতে তার বাবা ও মায়ের সঙ্গে বাড়িতেই ছিলেন।গভীর রাতে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে চোরের দল।এরপর সোনার অলঙ্কার সহ নগদ প্রায় ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা।সোমবার সকালে এনজেপি থানায় ঘটনার অভিযোগ জানানো হয়।
মুকেশ কুমার ঝাঁ ও তার মা জানান, রাতে কিছুই টের পাননি তারা।তাদের ধারণা নেশা জাতীয় কিছু স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে দুস্কৃতিরা।
