শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ চা বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার শিলিগুড়ির বিবেকানন্দ ভবনে শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চা উপদেষ্টা কাউন্সিলের বৈঠক হল।এদিনের বৈঠকে চা বাগান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এদিনের বৈঠকে পর্যটন মন্ত্রী গৌতম দেব, রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, আজকের বৈঠকে চা বাগানের শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই প্রশিক্ষণ মালবাজার ও বিন্নাগুড়িতে আয়োজিত হবে।এছাড়াও চা সুন্দরী প্রকল্পের আওতায় চা শ্রমিকদের স্থায়ী আবাস দেওয়া হবে।এর জন্য বিভিন্ন বাগানে শিবিরের আয়োজন করে শ্রমিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।