রাজগঞ্জ, ৫ ফেব্রুয়ারিঃ বাড়ির কাছে চা বাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।রবিবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পাঘলাহাট এলাকায়। মৃত যুবকের নাম খোকন রায়(৩৪)।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়ির কাছে কয়েকশো মিটার দূরে এক চা বাগান থেকে খোকনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঠিক কি কারনে আত্মহত্যা করছে তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।
খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
