খড়িবাড়ি, ২৪ মার্চঃ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গারাম চা বাগানে তৃণমূল কংগ্রেসের তরফে চা শ্রমিকদের নিয়ে গেট মিটিং এর আয়োজন করা হল।গেট মিটিং এ চা শ্রমিকদের সবরকমভাবে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়।এর পাশাপাশি তৃণমূল প্রার্থী ছোটন কিস্কুকে ভোট দেওয়ার আবেদন করা হয় শ্রমিকদের।
এদিনের গেট মিটিংয়ে ছোটন কিস্কু সহ স্থানীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
ছোটন কিস্কু বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার শ্রমিক ও জনতার স্বার্থে কাজ করেছে।মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে।বিপুল ভোটে জয়ী হয়ে এবারেও তৃণমূল সরকার গঠন হবে।