নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানে আটকে পড়লো হস্তি শাবক, আতঙ্কে শ্রমিকরা

নকশালবাড়ি, ২০ নভেম্বরঃ চা বাগানে আটকে পড়লো হস্তি শাবক।আতঙ্কে চা শ্রমিকরা। নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানে দলছুট হয়ে আটকে পড়ে হস্তিশাবকটি। 
জানা গেছে, এদিন সকালে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে পাহাড়গুমিয়া চা বাগান হয়ে বাগডোগরা জঙ্গলে যাচ্ছিল ১০টি হাতির একটি দল। হাতির দলটি চা বাগান হয়ে  জঙ্গলে ফিরলেও মাঝে আটকে যায় একটি শাবক।এরপর পাহাড়গুমিয়া চা বাগানের বাঁশ লাইন, গিরিমুনি লাইন, গুমগুমা লাইনে দাপিয়ে বেড়ায় দলছুট শাবকটি।
এদিকে হাতির শাবক দেখতে পেয়ে ভিড় জমান এলাকার মানুষ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা রেঞ্জ, টুকরিয়াঝাড় রেঞ্জ ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। ৬ ঘন্টা কেটে গেলেও শাবকটি এখনও আটকে রয়েছে চা বাগানে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে পাতা তোলার কাজ। আতঙ্কে রয়েছেন চা শ্রমিকরা। সন্ধ্যার পরই শাবকটিকে জঙ্গলে ফেরানো হবে বলে বনদফতর সূত্রে খবর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *