নাগরাকাটা, ৫ ফেব্রুয়ারীঃ বৃহস্পতিবার নাগরাকাটার ভগৎপুর চা বাগানের কোঠি লাইন শ্রমিক মহল্লা এলাকায় খাঁচা বন্দি হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই সেখানে একটি খাঁচা পাতা ছিল।প্রত্যেকদিন বিকেলে একটি ছাগল রেখে দেওয়া হত।সেই ছাগল খেতে এসেই চিতাবাঘটি খাঁচা বন্দি হয়।খবর পেয়ে বনদপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিয়ে যায়।
এই বিষয়ে রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে চিতা বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে।সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আজ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।