গুলমা চা বাগানের খেরানি লেনের ১৬০ একর জমি দখল করে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

শিলিগুড়ি, ৯ নভেম্বরঃ গুলমা চা বাগানের খেরানি লেনের ১০৭ নম্বর প্লটের প্রায় ১৬০ একর জমি দখল করে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।


অভিযোগ, খেরানি লেনের ওই ১৬০ একর জমি চা বাগানের শ্রমিকদের সঙ্গে দখল করে অবৈধভাবে ঘর তৈরি করেছে বেশকয়েকজন দালাল।বুধবার চা বাগান কর্তৃপক্ষ তাদের জমি দখলমুক্ত করার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়।জানা গিয়েছে, এক বছর আগেও এই জমি নিয়ে ঝামেলা হয়েছিল।

মোহরগাঁও গুলমা চা বাগানের সিনিয়র ম্যানেজার এস কে গুপ্তা বলেন, চা বাগানের শ্রমিকদের খেরানি লেনের ১৬০ একর জমি চাষ করার জন্য দেওয়া হয়েছিল।বাগান কর্তৃপক্ষের সেই জমি দরকার হলে জমি খালি করে দিতে হবে এই শর্তেই জমি দেওয়া হয়েছিল শ্রমিকদের।বর্তমানে সেই জমি খালি করে দেওয়ার কথা জানানো হলে শ্রমিকেরা জমি খালি করছেন না।শ্রমিকদের সঙ্গে কয়েকজন দালাল জমি দখল করে নিয়েছে।


অন্যদিকে শ্রমিকরা জানান, পূর্বপুরুষদের জমিতে চাষ করে আসছি আমরা।এই জমি বাগান কর্তৃপক্ষের নয়।বাগান কর্তৃপক্ষ জোর করে এই জমি নেওয়ার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *