ফাঁসিদেওয়া, ৭ অক্টোবরঃ ফাঁসিদেওয়ার চা বাগানের নালায় চিতাবাঘের শাবক।শাবককে মায়ের কাছে ফেরাতে নজরদারি বৃদ্ধি করলো বনদপ্তর।ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন চা শ্রমিকরা।
ফাঁসিদেওয়ার মতিধর চা বাগানের বালাসন ডিভিশনে চা পাতা তোলার সময় ২টি সদ্যজাত চিতাবাঘের শাবক দেখতে পান শ্রমিকরা।এরপরই খবর দেওয়া হয় বাগান কর্তৃপক্ষকে।পরবর্তীতে বাগান কর্তৃপক্ষ বনদপ্তরকে খবর দিলে ঘোষপুকুর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে।চিতাবাঘের শাবকদের নজরদারিতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়।বন্ধ করে দেওয়া হয় পাতা তোলার কাজ।
এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জার প্রমিত লাল জানান, মা চিতাবাঘের কাছে শাবকদের ফিরিয়ে দিতে বনদপ্তর নজরদারি বৃদ্ধি করেছে।গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।