শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ ‘দিদির দূত’ হয়ে ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচীতে বেরিয়ে চায়ের দোকানে ঢুকে চা বানালেন মন্ত্রী। কর্মীদের চা খাইয়ে এরপর গ্রামে গ্রামে ঢুকে বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শুনলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক।
রবিবার সকালে ডাবগ্রাম ১ অঞ্চলের বিভিন্ন জায়গায় যান মন্ত্রী। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা নিয়ে খোঁজখবর নেন।অনেকেই মন্ত্রীকে সামনে পেয়ে সমস্যার কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, রাজ্য জুড়ে এই কর্মসূচী নেওয়া হয়েছে।এদিকে কিছু জায়গায় কর্মসূচি শুরু হতেই তৃণমূল নেতা মন্ত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।এনিয়ে মন্ত্রী জানান, রাজনীতি হচ্ছে এনিয়ে। কিছু জায়গায় বিজেপি এসব করছে।